দীর্ঘ ৫০ বছর পর ফের একবার চাঁদে পা রাখার স্বপ্ন দেখছিল আমেরিকা। এই আবহে চাঁদে অবতরণ করানোর জন্য বেসরকারি সংস্থার একাধিক পেলোড সহ মহাশূন্যে উড়ে গিয়েছিল পেরেগ্রিন লুনার ল্যান্ডার। তবে মহাকাশে মহা বিপদের মুখে এই মহাকাশযান। তাই ৫০ বছরে প্রথমবার আমেরিকার চাঁদে পা রাখার স্বপ্ন নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।