Two New Vande Bharat from Howrah: রবিবারই হাওড়া থেকে দু'টি রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন বিশদ Updated: 20 Sep 2023, 11:03 AM IST Abhijit Chowdhury আগামী ২৪ সেপ্টেম্বর বাংলা আরও দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে বলে দাবি করা হল রিপোর্টে। গণেশ চতুর্থীর দিনে নাকি এই সংক্রান্ত সবুজ সংকেত মিলেবে রেল বোর্ডের তরফ থেকে। প্রধানমন্ত্রী মোদী নিজে সেই ট্রেনের উদ্বোধন করতে চলেছেন।