Sunil Narine records: গৌতির চালে KKR-র সর্বাধিক রানের মালিক নারিন! এই ৮৫-ই কেরিয়ারের সর্বোচ্চ স্কোর Updated: 03 Apr 2024, 09:08 PM IST Ayan Das গৌতম গম্ভীরের চালে এবার আইপিএলে ঝড় তুললেন সুনীল নারিন। নিজের দীর্ঘ পেশাদার ক্রিকেটে যে ৭৫৩টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে ৮৫ রান করলেন, সেটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রান।