অল্পের জন্য ভাঙা হয়নি আফ্রিদির রেকর্ড, সব থেকে কম বলে ODI শতরানকারীদের এলিট লিস্টে UAE-র আসিফ, দেখুন সেরা পাঁচের তালিকা
Updated: 18 Mar 2023, 12:59 PM IST Abhisake Koley 18 Mar 2023 Asif Khan, Fastest Hundreds, Fastest Century in ODI, Shahid Afridi, AB de Villiers, UAE vs Nepal, ODI Records, আসিফ খান, শাহিদ আফ্রিদি, বাংলা খেলার খবরনেপালের বিরুদ্ধে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে চোখের নিমেষে সেঞ্চুরি করে আফ্রিদি, ডি'ভিলিয়র্সদের সঙ্গে অভিজাত তালিকায় নাম লিখিয়ে নেন আমিরশাহির তারকা।
অল্পের জন্য শাহিদ আফ্রিদির রেকর্ড ভাঙা হয়নি আসিফ খানের। তবে আমিরশাহির মিডল অর্ডার ব্যাটসম্যান এক্ষেত্রে ওয়ান ডে ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নেন। কীর্তিপুরে নেপালের বিরুদ্ধে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে মাত্র ৪১ বলে শতরান করেন আসিফ। তিনি ৪টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ১০১ রান করে নট-আউট থাকেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে জায়গা করে নেন আসিফ। তার থেকে কম বলে ওয়ান ডে সেঞ্চুরি করেছেন কেবল এবি ডি'ভিলিয়র্স, কোরি অ্যান্ডারসন ও শাহিদ আফ্রিদি। ছবি- আইসিসি।
পরবর্তী ফটো গ্যালারি