IND vs AUS: গুরুত্বপূর্ণ টস হার থেকে ভরতের ক্যাচ মিস, কোন ৫ কারণে আমদাবাদ টেস্টের প্রথম দিনে চাপে পড়ল ভারত? Updated: 09 Mar 2023, 05:48 PM IST Abhisake Koley India vs Australia 4th Test: টেস্ট ম্যাচের রং বদলাতে বিশেষ সময় লাগে না। তবু আমদাবাদ টেস্টের প্রথম দিনের খেলা দেখে এটা বলতেই হয় যে, পরিবেশ-পরিস্থিতিকে যথাযথ কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া। কোথায় ভুল হল রোহিতদের? দেখে নিন একনজরে।