Severe Cold in North India: ৪.৯ ডিগ্রিতে কাঁপছে দিল্লি! পাহাড়ের হাওয়ায় মরশুমের শীতলতম দিন, মাইনাসে শ্রীনগর Updated: 11 Dec 2024, 12:59 PM IST Ayan Das তুষারাবৃত পাহাড় থেকে ঠান্ডা বাতাস এসে দিল্লিকে পুরোপুরি কাঁপিয়ে দিল। একধাক্কায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কাঁপছে শ্রীনগর, শিমলা, মানালির মতো উত্তর ভারতের বিভিন্ন জায়গা। তুষারপাতও কি হবে?