Sandip Ghosh Laptop Details: একের পর এক 'ফোল্ডার', সত্যি সন্দীপের ল্যাপটপ থেকে মিলেছে নাকি 'ওসব'? Updated: 12 Sep 2024, 07:42 AM IST Abhijit Chowdhury একাধিক সংবাদসংস্থার রিপোর্টে দাবি করা হচ্ছে, সেই ল্যাপটপ দেখে চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় তদন্তকারীদের। এই আবহে সন্দীপের ল্যাপটপে কী কী আছে, তা জানতেই কৌতুহল বাড়ছে সাধারণ মানুষেরও। দাবি করা হচ্ছে, নথির পাশাপাশি বেশি কিছু ছবি নাকি আছে সেই ল্যাপটপে।