India vs Newzealand- ‘ভারতে এসে সিরিজ জয়, স্বপ্নের মতো’! রোহিতদের হারের দিনে কিউয়িদের শুভেচ্ছা লিটল মাস্টারের…
Updated: 26 Oct 2024, 10:05 PM IST Moinak Mitra 26 Oct 2024 india, newzealand, india vs newzealand, indian, cricket, team i, ipl, sachin tendulkar, bcci, icc, mitchell santner, virat kohli, rohit sharma, indian team, kkr, সচিন, তেন্ডুলকর, ভারত, ভারতীয়, ক্রিকেট, সিরিজ, টি২০, পুণে, বেঙ্গালুরু, ওডিআই, সচিন তেন্ডুলকর, মাস্টার ব্লাস্টার, কিউয়ি, মিচেল স্যান্টনার, স্যান্টনার, ক্রিকেটার, আইপিএল, ইন্ডিয়ান, ওয়াঙ্খেড়ে, লিগ, স্টেডিয়াম, চিন্নাস্বামী, খেলোয়াড়ভারতে এসে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড দল। ১২ বছর আগে শেষবার ভারতের মাটিতে সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। তখন সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগরা অবসর নেননি। এখন যখন ভারত টেস্ট হারল তখন সচিনের ছেলে আইপিএলে খেলছেন, গম্ভীর ভারতীয় দলের কোচ। সেহওয়াগ,দ্রাবিড়ের ছেলেরাও উঠতি ক্রিকেটার।
পরবর্তী ফটো গ্যালারি