এই সপ্তাহে শেয়ার বাজারে আইপিও ঝড় উঠতে চলেছে। বাজাজ হাউজিং ফিন্যান্স সহ ১৬টি আইপিও আসছে বাজারে। এই ১৬টি আইপিও-র সম্মিলিত বাজারমূল্য হতে চলেছে ৯ হাজার কোটি টাকা। এই ১৬টির মধ্যে ইতিমধ্যেই ৩টি আইপিও-র জন্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আইপিও হল বাজাজ হাউজিং ফিন্যান্স লিমিটেড।