বাংলা নিউজ >
ছবিঘর > ‘কাউকে দোষ দেব না, তবে প্রথম ইনিংসে আরও রান দরকার ছিল’! ম্যাচ হেরে সাফাই রোহিতের… ঘুরিয়ে ব্যাটারদের দিকে তুললেন আঙুল!
‘কাউকে দোষ দেব না, তবে প্রথম ইনিংসে আরও রান দরকার ছিল’! ম্যাচ হেরে সাফাই রোহিতের… ঘুরিয়ে ব্যাটারদের দিকে তুললেন আঙুল!
Updated: 26 Oct 2024, 04:30 PM IST Moinak Mitra
ভারতের অশ্বমেধের ঘোড়ার দৌড় আটকে দিয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে টানা ১৮ সিরিজে অপরাজিত থাকার পর অবশেষে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল হেরে গেল। পুণেতে দ্বিতীয় টেস্টে হারের সঙ্গে সঙ্গেই টানা ১৯ টেস্ট সিরিজে অপরাজিত থাকার তকমা ছিনিয়ে নিতে পারল না ভারতীয় দল। আগেই বেঙ্গালুরুতে হেরেছিল ভারত।