RG Kar Protest on Mahalaya: মহালয়ায় দেবীপক্ষের সূচনাতেও বিচারের দাবি, জায়গায় জায়গায় ভোর দখল থেকে গণতর্পণ Updated: 02 Oct 2024, 09:43 AM IST Abhijit Chowdhury আজ মহালয়া। দুর্গাপুজো এসেই গেল। গোটা বছর বাঙালি এই সময়টার জন্যে অপেক্ষা করে থাকে। তবে এবারের পুজো অন্যবারের থেকে যেন আলাদা। দেবীর আগমনের অপেক্ষা রয়েছে সবার মনেই। সঙ্গে রয়েছে আরজি কর কাণ্ডে বিচারের অপেক্ষা।