RG Kar Murdered Doctor's Mother: মমতা-ডাক্তারদের বৈঠক ভেস্তেছে 'লাইভ কাঁটায়', 'শর্ত' নিয়ে মুখ খুললেন নির্যতিতার মা Updated: 14 Sep 2024, 09:12 AM IST Abhijit Chowdhury জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁদের মধ্যে ৩২ জন নবান্নে গিয়ে পৌঁছেছিলেন। তা সত্ত্বেও বৈঠকে আপত্তি ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের শর্তে ঘোর আপত্তি ছিল মমতার।