RG Kar Case in Sealdah Court: সন্দীপদের নিয়ে আদালতের প্রশ্নে আমতা আমতা করল CBI, অভিজিৎকে নিয়ে দিল বিস্ফোরক তথ্য
Updated: 21 Sep 2024, 07:31 AM ISTআরজি কর ধর্ষণ ও খুনের মামলায় গতকালই শিয়ালদা আদালতে ফের পেশ করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। তবে আদালতের একাধিক প্রশ্নের জবাব এখনও জানা যায়নি বলে এজলাসে স্বীকার করে নিলেন সিবিআইয়ের আইনজীবী। অবশ্য বিভিন্ন 'আশঙ্কার' ক্ষেত্রে প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে বলে আদালতে জানায় তদন্তকারী সংস্থা।
এদিকে আরজি কর কাণ্ডের সত্য উদ্ঘাটনের লক্ষ্যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই। অবশ্য এই বিষয়ে আদালত বলে, 'পলিগ্রাফে কেউ রাজি হবেন কি না সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।' তবে অভিজিতের পলিগ্রাফ টেস্ট কেন প্রয়োজন? সিবিআই দাবি করে, গত ৯ অগস্ট সকাল ১০টার সময় থানায় ছিলেন না অভিজিৎ। থানার সিসিটিভি ফুটেজ থেকেই তা জানা গিয়েছে। এই আবহে সেই সময় অভিজিৎ কোথায় ছিলেন, তা জানতে চাইছেন তদন্তকারীরা। উল্লেখ্য, সেদিন সকাল ১০টা ১০ মিনিট নাগাদ নাকি পুলিশে খবর দেওয়া হয়েছিল খুনের বিষয়ে। তাই এই সমে অভিজিৎ কোথায় ছিলেন, তা জানা খুবই জরুরি।
পরবর্তী ফটো গ্যালারি