IPL 2024: টানা ৫ ম্যাচে জিতল RCB, অতীতে এমন রেকর্ড গড়লেই ফাইনালে উঠেছেন বিরাটরা Updated: 13 May 2024, 05:38 PM IST Tania Roy Royal Challengers Bengaluru won 5 matches in a row: এই নিয়ে তৃতীয় বার টানা পাঁচ বার জয়ের নজির গড়ল বেঙ্গালুরু। এর আগে ২০০৯ এবং ২০১৬ সালে টানা পাঁচটি ম্যাচ জিতেছিল তারা। এবং এই দুই বারই তারা রানার্স হয়েছিল।