Railway Jobs: এক ধাক্কায় বিলুপ্ত দেড় লাখ পদ! ক্রমেই চাকরির সংখ্যা কমাচ্ছে রেল
Updated: 13 May 2022, 12:00 PM IST Abhijit Chowdhury 13 May 2022 railway jobs, railway recruitment, indian railways, railway jobs 2022, railway recruitment jobs 2022, ভারতীয় রেল, ভারতীয় রেলে চাকরি, রেলে চাকরিRailway Jobs: ভারতীয় রেলে গত ছয় বছরে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির ৭২ হাজারেরও বেশি পদ বিলুপ্ত করেছে। এই সময়ের মধ্যে, রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়েতে ৮১ হাজার পদ বাতিলের প্রস্তাবও পাঠিয়েছে। অর্থাৎ রেলের দেড় লাখের বেশি পদে ভবিষ্যতে আর কখনও নিয়োগ হবে না। সরকার মনে করে এগুলো অপ্রয়োজনীয় পদ। আধুনিকতার ধারায় চলমান রেলওয়েতে উপরোক্ত পদের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। এটা সত্যি যে তৃতীয়-চতুর্থ শ্রেণিতে জনবল হ্রাসের কারণে নিরাপদ ট্রেন চলাচলে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে।
পরবর্তী ফটো গ্যালারি