Rahul Gandhi's investments in Shares: স্টক মার্কেটে উত্থানের ফল, ২৮% সম্পদ বৃদ্ধি রাহুলের, কোন কোন শেয়ারে ঢেলেছেন টাকা? Updated: 06 Apr 2024, 08:52 AM IST Abhijit Chowdhury গত পাঁচবছরে ২৮ শতাংশ সম্পত্তি বৃদ্ধি হয়েছে রাহুল গান্ধীর। লোকসভা নির্বাচনের মনোনয়ন পেশের সময় রাহুলের হলফনামা থেকেই তা জানা গিয়েছে। কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন রাহুল। নিজের হলফনামায় কী কী জানালেন কংগ্রেস নেতা?