Plane Grounded in France comes to India: ভোরে অবতরণ, 'পাচারকারী' বিমানে চেপেই ফ্রান্স থেকে দেশে ফিরলেন ২৭৬ ভারতীয় Updated: 26 Dec 2023, 07:27 AM IST Abhijit Chowdhury অবশেষে ফ্রান্স থেকে ফিরে এসে দেশের মাটিতে পা দিলেন আটকে পড়া শতাধিক ভারতীয়। আজ ভোর চারটের সময় তারা মুম্বইতে এসে নামেন। জানা গিয়েছে, বিমানে ২৭৬ জন ছিলেন। এর আগে গতকাল ফরাসি সময় দুপুর আড়াইটে নাগাদ বিমানটি আকাশে উড়েছিল।