সম্প্রতি আইসিসি টেস্টেও দুটি আলাদা গ্রুপ করে খেলা করানোর কথা চিন্তা করছে, এমন তথ্য সামনে এসেছে। সেই তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রথম সাতটি দল নিয়ে একটি গ্রুপ করবে, দ্বিতীয় গ্রুপ তৈরি হবে নিচের সারির দল নিয়ে। এই টায়ার সিস্টেম অবশ্য অনেকেরই তেমন পছন্দ হচ্ছে না।