আরজি কর কাণ্ডের পর থেকেই 'উত্তরবঙ্গ লবি' নিয়ে নানান অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এর আগেও 'উত্তরবঙ্গ লবি' নিয়ে বারবার অভিযোগ সামনে এসেছিল চিকিৎসক মহলে। তবে আরজি করে তরুণী পিজিটি ধর্ষণ ও খুনের ঘটনার পর সেই অভিযোগ যেন ক্ষোভে পরিণত হয়েছে। আর এই আবহে এবার মুখ খুলেছেন সেই বহুল আলোচিত ডঃ এসপি দাস।