WB Winter and Rain Forecast: জোড়া কাঁটায় আজ থেকে কিছুটা পারদ চড়বে বাংলায়! সপ্তাহান্তে কোথায় কোথায় বৃষ্টি?
Updated: 16 Dec 2024, 06:46 AM ISTপশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ- দুইয়ের কাঁটায় আজ থেকে পশ্চিমবঙ্গের পারদ আবার চড়তে চলেছে। আর তার জেরে ঠান্ডা কিছুটা কমে যাবে। ঠান্ডা-ঠান্ডা থাকবে। কিন্তু কিছুটা হলেও পারদ চড়বে। আবার সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হবে। আগামী পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি