
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রাক্তন 'প্রেমিক' জয় অনন্ত দেহদ্রাইয়ের বিরুদ্ধে মহুয়া মৈত্রের করা মানহানির মামলা থেকে সরে দাঁড়ালেন সাংসদের আইনজীবী গোপাল শংকরনারায়ণ। শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্তের এজলাসে মামলা শুনানি চলাকালীন তিনি স্বীকার করেন, ব্যক্তিগত পরিচয় থাকায় এই মামলা তুলে নেওয়ার শর্ত দিয়ে জয় অনন্তকে ফোন করেছিলেন তিনি। এর পরই স্বার্থের সংঘাতের কারণ দেখিয়ে নিজেকে মামলা থেকে সরিয়ে নেন তিনি।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন জয় অনন্ত। তাঁর দাবি, শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা ও উপহার নিয়ে লোকসভায় একাধিক প্রশ্ন উত্থাপন করেছেন মহুয়া। যে প্রশ্নের জবাব জানা হীরানন্দানি গোষ্ঠীর জানা খুব দরকারি ছিল। এর পরই জয় অনন্তের বিরুদ্ধে মানহানির মামলা করেন মহুয়া। এমনকী দিল্লিতে তাঁর বাসভবনে ঢুকে লুঠপাট ও তাঁর পোষ্য কুকুরে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন। পরে যদিও জয় অনন্তের হেফাজত থেকে পোষ্যকে নিজের হেফাজতে নেন মহুয়া।
সেই মামলার শুনানিতে শুক্রবার জয় অনন্তের আইনজীবী দাবি করেন, আমার মক্কেলকে ফোন করে মহুয়ার আইনজীবী প্রস্তাব দেন, জয় অনন্ত মহুয়ার বিরুদ্ধে সিবিআইকে লেখা চিঠি প্রত্যাহার করে নিলে মানহানির মামলা প্রত্যাহার করে নেবেন মহুয়া। এমনকী পোষ্যকেও ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports