NASA's Lunar Mission Update: নয়া বছরে পরপর দুঃসংবাদ, মহাকাশযানের যন্ত্রাংশ মেলেনি, পিছিয়ে যাচ্ছে নাসার চন্দ্রাভিযান Updated: 10 Jan 2024, 03:10 PM IST Abhijit Chowdhury নতুন বছরে একের পর এক দুঃসংবাদ আছড়ে পড়ছে মার্কিন মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রে। গত সোমবার উৎক্ষেপণ হওয়া পেরেগ্রিন ল্যান্ডার চাঁদে সফল ভাবে অবতরণ করতে পারবে না বলে আগেই জানা গিয়েছে। এরই মাঝে নাসা নিজেদের চন্দ্রাভিযান পিছিয়ে দিতে বাধ্য হল।