সম্প্রতি মেক্সিকো কংগ্রেসে দুটি মমি প্রদর্শন করে দাবি করা হয়েছিল, সেই দু'টি কঙ্কাল এলিয়েনের। এই দাবি ঘিরে গোটা বিশ্বে চর্চা ও বিতর্ক চলছে। আর এরই মাঝে এবার প্রকাশ্যে এল ইউএফও এবং ভীনগ্রহীদের নিয়ে নাসার রিপোর্ট। সেই রিপোর্ট প্রকাশের সময় বিস্ফোরক মন্তব্য করলেন খোদ নাসা প্রধান।