Monsoon Rain Forecast by IMD: এবছর বর্ষায় কেমন বৃষ্টি হবে? বৈশাখেই পূর্বাভাস দিয়ে জানাল আবহাওয়া দফতর Updated: 15 Apr 2024, 03:13 PM IST Abhijit Chowdhury এবছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। বর্ষার শুরুতে এল নিনোর পরিস্থিতি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই আবহে লি নিনার আবির্ভাবে দেশে গড় স্বাভাবিক বর্ষের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।