বাংলার ফুটবলের সঙ্গে স্পেন যোগ বেশ পুরনো। আইএসএল-এর সূচনার সময় কলকাতার দল এটিকে-র অংশীদার হয়েছিল মাদ্রিদের ক্লাব অ্যাথলেটিকো দ্য মাদ্রিদ। তবে পরে সেই অংশীদারিত্ব ছেড়ে দেয় তারা। তবে ফের বাংলার ফুটবলের সঙ্গে জুড়বে স্পেন। আর এবার কোনও ক্লাব নয়, সরাসরি লা লিগা জুড়বে বাংলার সঙ্গে।