বল ধরে সময় নষ্টের দিন শেষ! ফুটবলের নিয়মে আসছে বড় পরিবর্তন! না মানলেই কড়া শাস্তি! প্রতিবাদ জানাতে পারবে শুধুই অধিনায়করা Updated: 02 Mar 2025, 10:00 AM IST Moinak Mitra ফুটবলের ক্ষেত্রে এবার আসছে বড় পরিবর্তন। আর আগের মতো বেশিক্ষণ বল দখলে রাখতে পারবেন না গোলরক্ষকরা। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড শনিবার নয়া ফরমান জারি করে দিল।