LSG vs PBKS: শিখরদের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন না রাহুল, খেলবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে,ফের চোট কেএল-এর? অধিনায়কই বা কে? Updated: 30 Mar 2024, 07:46 PM IST Tania Roy এনসিএ-র তরফে রাহুলকে আইপিএলের শুরুর দিকে কিপিং করতে আগেই বারণ করা হয়েছিল। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে সেই বারণ শোনেননি রাহুল। রাজস্থানের বিরুদ্ধে কিপিং করেছিলেন। তবে মনে করা হচ্ছে, তার পরেই হয়তো বিসিসিআই-এর তরফে তাঁকে সতর্ক করা হয়েছে।