Low Pressure effect on Bengal: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, মুষলধার বর্ষণের জেরে কমবে দৃশ্যমানতা
Updated: 27 Jun 2023, 09:35 AM IST Abhijit Chowdhury 27 Jun 2023 west bengal heavy rain, low pressure, cyclonic circulation, rain in south bengal, rain in north bengal, imd weather forecast, west bengal weather, নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণাবর্ত, আবহাওয়ার পূর্বাভাসউত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি প্রবেশ করেছে ভূভাগে। বাংলার অদূরেই অবস্থান করছে এই সিস্টেমটি। আগামী দু'দিনে এই সিস্টেমটি আরও এগিয়ে যাবে। এই আবহে আজকে বাংলার বহু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। অনেক জায়গায় ভারী বৃষ্টিও হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি