Local Trains Cancelled: হাওড়া শাখায় বাতিল বর্ধমান, পাঁশকুড়া লোকাল, শিয়ালদা শাখাতেও চলবে না বহু ট্রেন Updated: 26 Jan 2023, 10:02 AM IST Abhijit Chowdhury আজ, ২৬ জানুয়ারি, দেশজুড়ে ৩৭৬টি ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় বহু এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন এবং লোকাল ট্রেন আছে। হাওড়া এবং শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে আছ। তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক স্টেশন থেকেও আজ ট্রেন বাতিল হয়েছে আজ।