Kolkata Metro New Rake Latest Update: জাহাজে করে শহরে এল মেট্রোর নতুন দু'টি ডালিয়ান রেক, আছে কী কী ফিচার? Updated: 24 Jan 2025, 09:47 AM IST Abhijit Chowdhury মেট্রোর দু'টি নতুন রেক এল নোয়াপাড়া কারশেড। সেই নতুন রেকগুলিতে আছে বেশ কিছু ফিচার। এই রেকগুলি ডালিয়ান রেক নামে পরিচিত। এর আগে গত ২০২৩ সালের মার্চ মাসেই এই ধরনের মেট্রো রেকের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছিল নর্থ-সাউথ রুটে।