Kolkata 1500 Bus to be cancelled: কলকতায় বাতিল হবে ১৫০০ বাস, চরম ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের? Updated: 30 Oct 2024, 03:28 PM IST Abhijit Chowdhury ১৫ বছরের পুরনো বাস রাস্তায় নামানো যাবে না। জাতীয় পরিবেশ আদালতের এই নির্দেশের জেরে এখন মাথায় হাস কলকাতা এবং শহরতলির বাস মালিকদের। রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে এই নিয়মের জেরে বসে যেতে পরে প্রায় ১৫০০ বাস।