পরিবেশবিদ বিমলেন্দু ঝা বলছেন, যোশীমঠের বসে যাওয়ার বড় কারণ ভূগর্ভস্থ জলধারক শিলাস্তরে ফুটো ধরিয়ে দেওয়া। সুড়ঙ্গ খননকারী মেশিন দিয়ে এই ফুটো করা হয়েছে বলে দাবি তাঁর। পরিবেশবিদের দাবি, সব ধরনের মাটিতে খনন সম্ভব নয়। সব ধরনের মাটিতে বিস্ফোরণ ঘটানোও সঠিক নয়।