Bumrah and Siraj's historic feat: প্রথম বলেই উইকেট ২ ওপেনিং বোলারের, ODI-তে ইতিহাস বুমরাহ ও সিরাজের, কাঁপছে লঙ্কা Updated: 02 Nov 2023, 07:30 PM IST Ayan Das বিশ্বকাপে ভারতের ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ধুঁকছে শ্রীলঙ্কা। সাত ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর চার উইকেটে ১২ রান। ১৯ বলেই চার উইকেট হারিয়ে ফেলে লঙ্কা বাহিনী। আর সেইসঙ্গে ইতিহাস গড়ে ফেলেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।