IRCTC Data Monetization: সত্যি কি যাত্রীদের তথ্য বেচে পকেট ভরাবে রেল? নেওয়া হল বড় সিদ্ধান্ত Updated: 27 Aug 2022, 09:35 AM IST Abhijit Chowdhury যাত্রীদের তথ্য বিক্তি করে আয়ের পরিকল্পনা করছিল আইআরসিটিসি। এর জন্য টেন্ডারও ডাকা হয়েছিল। তবে শুক্রবার সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে আইআরসিটিসির তরফে জানিয়ে দেওয়া হল যে সেই টেন্ডার বাতিল করা হয়েছে। যাত্রীদের তথ্য বিক্রি করা হবে না।