Dakshineswar skywalk tussle: দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কোনও ক্ষতি চায় না রেল! মমতার 'ধমক' খেয়েই ফিরল ‘লাইনে’ Updated: 16 Jan 2024, 09:54 PM IST Ayan Das দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহের মধ্যেই কিছুটা সুর নরম করল ভারতীয় রেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই মেট্রো রেলওয়ের তরফে দাবি করা হল যে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কোনও ক্ষতি চায় না ভারতীয় রেল!