Indian Fighter Jets following Hasina plane: হাসিনা ভারতে ঢুকতেই আকাশে উড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান! 'রেডি' ছিল সেনাও Updated: 05 Aug 2024, 08:31 PM IST Ayan Das আপাতত ভারতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক মহলের দাবি, তিনি কয়েকদিন ভারতে থাকতে পারেন। তারপর লন্ডনে উড়ে যেতে পারেন। তারইমধ্যে ভারতীয় বায়ুসেনা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে।