India Vs Bangladesh in Remittance $ Earning: বছরের শুরুতেই মালামাল বাংলাদেশ, তুলনায় ভারত কোথায় জানেন? একনজরে পরিসংখ্যান Updated: 06 Jan 2025, 01:04 PM IST Abhijit Chowdhury ২০২৫ সালের প্রথম চার দিনে সেই দেশের পকেটে রেমিট্যান্স বাবদ ঢুকেছে ২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। এদিকে রেমিট্যান্সের নিরিখে ভারত হল বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে। সেখানে ভারতের ধারের কাছেও আসে না বাংলাদেশ। একনজরে পরিসংখ্যান।