৬ নভেম্বর অন্টারিওতে হতে চলেছে খালিস্তান ইস্যুতে গণভোট। খালিস্তানপন্থী এক সংগঠনের দাবিতে এই আয়োজন। যে সংগঠন ভারতের সর্বভৌমত্ব ও ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে। আর সেই দাবি মতো খালিস্তান রেফারেন্ডাম ঘিরে কানাডার ট্রুডো সরকারের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ জাহির করে ডিমার্চ ঘোষণা করে মোদী সরকার।
কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের কাছে এই খালিস্তান ইস্যু নিয়ে ক্ষোভ জাহির করতে চলেছে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। আগামী সপ্তাহেই আয়োজিত এক সভায় তা করা হবে বলে খবর। তবে তার আগে এদিন ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কানাডার হাই কমিশনের কাছে পাঠানো হয়েছে এই ডিমার্চ সম্পর্কিত নথি। কার্যত এই পদক্ষেপের দ্বারা মোদী সরকার জানান দিয়েছে যে তারা মোটেও সন্তুষ্ট নয় কানাডার পদক্ষেপে। যদিও ১৬ সেপ্টেম্বর সাফ জানিয়েছে যে ভারতের ঐক্য ও সর্বভৌমত্যকে তারা সম্মান করে। আর এমন রেফারেন্ডামকে তারা মান্যতা দেয় না। এদিকে, দিল্লি সাফ জানিয়েছে এইভাবে যদি কানাডা এই রেফারেন্ডামকে মান্যতা দেয়, তাহলে তা প্রবাসী ভারতীয়দের দ্বিধাবিভক্ত করতে বাধ্য। এক্ষেত্রে ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনকে এই অধিকার দেওয়া নিয়েও ভারত কড়া বার্তা দেয়।
ভূমিপুত্র মোদী করলেন ঘোষণা, দেশের প্রথম 'সোলার পাওয়ার্ড ভিলেজ' গুজরাতের মোধেরা