আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় সাতটি ভাতায় করছাড়ের সুবিধা মেলে। চলতি বছর আয়কর ফাইলিংয়ের আগে তাই এই ভাতাগুলি সম্পর্কে জেনে নিন। প্রয়োজনে এই বিষয়ে আপনার নিয়োগকারী এবং কর বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ITR ফাইল করার সময়ে এই ৭টি ভাতার করছাড়ের সুবিধার বিষয়ে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন: