Hizbul terrorist arrested: বাকি আর……, দিল্লিতে গ্রেফতার হিজবুল জঙ্গি জাভেদ, অগস্টে তেরঙা উড়িয়েছিল ভাই Updated: 04 Jan 2024, 08:20 PM IST Ayan Das ‘ওয়ান্টেড’ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করা হল। প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল সেল। তার গ্রেফতারির ফলে আর হাতেগোনা জীবিত এ' প্লাস-প্লাস ক্যাটেগরির জঙ্গি পড়ে আছে, যারা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।