একদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছিল। এবার সেই পথে হেঁটে স্থায়ী আমানতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল এইচডিএফসি। ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নয়া হার। বর্তমানে ব্যাঙ্কটি সাধারণ আমানতকারীদের সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে স্থায়ী আমানতে। নয়া সুদের হার ২ কোটি টাকা কম পরিমাণ আমানতের ওপর প্রযোজ্য।