মহানবিকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য সমর্থন করা ডাচ নেতা হতে চলেছেন নেদারল্যান্ডসের পরবর্তী প্রধানমন্ত্রী
Updated: 23 Nov 2023, 02:10 PM ISTনূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে জুগিয়েছিলেন সমর্থন, দক্ষিণপন্থী সেই ডাচ নেতা নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রিত্বের পথে।
এদিকে, এর আগে ভারতে নূপুর শর্মা যখন হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন, সেই সময় তাঁকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছিলেন গ্রিট। যে বিষয়টি নিয়েও ইউরোপের রাজনীতিতে আলোচনা হয়। যেখানে নূপুর শর্মার ওই মন্তব্য উপসাগরীয় দেশগুলি প্রবল বিরোধিতা করে, সেখানে নেদারল্যান্ডসের এই নেতার মন্তব্য কেড়েছিল কূটনৈতিক মহলের নজর। (Photo by Remko de Waal / ANP / AFP) / Netherlands OUT - Belgium OUT
(AFP) পরবর্তী ফটো গ্যালারি