Private Employees posted in Rail stations: এবার ৯ রেলস্টেশনে নানান দায়িত্বে থাকবেন প্রাইভেট সংস্থার কর্মীরা, বদল একাধিক Updated: 31 Jul 2022, 12:42 PM IST Sritama Mitra উত্তরপ্রদেশের গোরক্ষপুর জংশন সহ সে রাজ্যের লখনউ সেকশনের ৯ টি রেল স্টেশনে এই বড়সড় বদল আসতে চলেছে। লখনউ সেকশনের ৯ টি রেলস্টেশনে বড়সড় দায়িত্বে থাকবেন প্রাইভেট (বেসরকারি) সংস্থার কর্মীরা।