Farmer leader faces drubbing in Haryana: হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও Updated: 09 Oct 2024, 09:01 AM IST Ayan Das হরিয়ানায় লজ্জার হারের মুখে পড়লেন কৃষক নেতা গুরনাম সিং চারুনি। কৃষক আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের যে কেন্দ্রে তিনি দাঁড়িয়েছিলেন, সেখানে মোট যত ভোট পড়েছে, তার এক শতাংশও পাননি কৃষক নেতা।