Sealdah-Sector V Metro New Service started: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এল বড় বদল, দিশা দেখাবে কলকাতার বাকি রুটগুলিকেও Updated: 21 May 2024, 07:32 AM IST Abhijit Chowdhury যাত্রীদের সুবিধার্থে এবার মেট্রো কর্তৃপক্ষ নয়া পরিষেবা চালু করল ইস্ট-ওয়েস্ট রুটের শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অংশে। সোমবার থেকে এই নয়া পরিষেবা চালু হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে এই নয়া ব্যবস্থার ট্রায়াল রান শুরু হয়েছিল শিয়ালদা মেট্রো স্টেশনে।