Dilip Ghosh Wedding: বিয়ে করে বাবা হতে না হতেই, শ্বশুর হচ্ছেন ৬১-র দিলীপ ঘোষ, হয়ে গেল বড় ঘোষণা Updated: 19 Apr 2025, 04:56 PM IST Tulika Samadder শুক্রবার থেকে দিলীপ ঘোষ টক অফ দ্য টাউন। বিয়ে করেছেন রিঙ্কু মজুমদারকে। এক ছেলে আছে রিঙ্কুর। ফলত বিয়ে করতে না করতেই, বাবা হয়েছেন বিজেপি নেতা। এবার নাকি শ্বশুর হওয়ার পালা।