Amit Shah: রাত ২ টোর ফোন কল, ধোকলা ও পাকিস্তান! ৩৭০ ধারা অবলুপ্তির আগে শ্রীনগরে অমিত শাহের বৈঠক ঘিরে কী ঘটেছিল?
Updated: 13 Feb 2023, 01:26 PM ISTভারতীয় সেনার অবসরপ্রাপ্ত অফিসার কেজেএস ঢিলোঁ লিখছেন, রাত ২ টো নাগাদ এসেছিল তাঁর কাছে ফোন। ফোনে জানানো হয়েছিল সকাল ৭ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বিশেষ বৈঠক রয়েছে। ২০১৯ সালের ২৬ জুন তখন শ্রীনগরে সফর করছিলেন অমিত শাহ। আর বৈঠক ছিল সেখানেই।
সকলের কাছেই ততক্ষণে খবর ছিল যে কোনও বড় ঘোষণা জম্মু ও কাশ্মীরকে নিয়ে আসতে চলেছে কেন্দ্রের তরফে। ততদিনে শ্রীনগরে সেনার XV কর্পের প্রধান ছিলেন ঢিলোঁ। সেনার এই বিশেষ অংশ কৌশলগত দিককে নজরে রাখে। ঢিলোঁ লিখছেন, সকালে বৈঠকের টেবিলে বহু সংবেদনশীল বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা চলতে থাকে। সঙ্গে পাতে এসেছিল আলুর পরটা আর গুজরাটের বিখ্যাত ধোকলা। (ANI Photo)
(Panna Ghosh) পরবর্তী ফটো গ্যালারি