DA Case Hearing in SC Latest Update: ১১৯ দিন পর আজ ডিএ মামলায় 'বড় বদল', তাহলে কি মুখে হাসি ফুটবে সরকারি কর্মীদের? Updated: 15 Jul 2024, 07:30 AM IST Abhijit Chowdhury ১১৯ দিন পর আজ, ১৫ জুলাই ডিএ মামলার শুনানি হওয়ার কথা। এর আগে ১২ বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। আজ বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠার কথা আছে। তবে মামলা উঠলেও শুনানি কি হবে?