WB Cyclonic Circulation Rain Forecast: নিম্নচাপ তৈরি হবে রবিতে! সেদিন থেকেই ভাসবে বাংলা? জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি হবে? Updated: 09 Nov 2024, 12:25 AM IST Ayan Das বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হবে আগামী রবিবার। আর সেই নিম্নচাপের প্রভাবে কি রবিবার থেকেই ভাসবে বাংলা? জগদ্ধাত্রী পুজোর মধ্যেও কি বাংলায় বৃষ্টি হবে? আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।