Controversial Remark on Himanta Biswa Sarma: 'একটাই সন্তান, ওর কোনও দম নেই', হিমন্তকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আজমলের Updated: 01 Apr 2024, 10:47 AM IST Abhijit Chowdhury অসমের রাজনৈতিক সংঘাত ব্যক্তিগত আক্রমণে নেমে এল। সম্প্রতি এআইইউডিএফ প্রধান তথা সাংসদ বদরুদ্দিন আজমলকে বিয়ে নিয়ে খোঁচা দিয়ে মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এবার হিমন্তের 'দম নেই' বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আজমল।